Google করে নেন!?

Nijhoom

আপনার আজকের Motivation, কাজ করার Driving Force আরেকজন যে শুরুই করে নাই তার সাথে মিলবে না।

আপনার আজকের Motivation, কাজ করার Driving Force আরেকজন যে শুরুই করে নাই তার সাথে মিলবে না।

আপনার কাছে হয়ত তাদের সমস্যা গুলো অনেক ছোট।
⛰️ কিন্তু তাদের জন্য সেটাই অনেক বড় একটা Challenge.

🌱 নতুন কেউ যখন শুরু করে তার পেছনে কিছু Pain, হতাশা, Failure বা Successful হওয়ার Urgency থাকে।
আমাদের দেশের Majority Freelancer English Communication 🇺🇲 এ দুর্বল, ছোটবেলা থেকে শিখলেও Just পরীক্ষায় পাশ করার জন্য এটা শিখেছি।

🗨️ আমাদের কথা বলায় কাজে লাগে না দেখে এর চর্চা নেই, Speaking করতে গেলে জান বের হয়ে যায়।
English শিখায় এমন Group, Channel, Page গুলোর Member সংখ্যা, Engagement আর Growth দেখেছেন?
এতো Demand কেনো, সবাই যদি এমনেই পারে?

🍥শহরে থেকে,
🍥ভালো School কলেজে পড়ে,
🍥Netflix Series, Movie দেখে
🍥অনেক দিন যাবত Resource ঘেঁটে,
🍥Client Communication করে

যেই English আপনার কাছে কিছুই মনে হয় না।
সেই English Level ই, 6 মাস আগে ভালো Smartphone বা Internet নেওয়া একজনের থেকে Expect করলে তো হবে না।

🌑 কেউ পোষ্ট করলে, বলেন Google করে নিতে।
এই কমেন্টটা লিখতে পারলেন কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারলেন না?
Google করতে পারলে Group এ তো আসতো না। দুনিয়ার সব কিছুর Process ই Documentation এ থাকে, তাই বলে সবাই কি সেটাই Use করবে?
তাহলে কোনো Blog, Tutorial বা Course কখনো আসতো ই না।

🔹Documentation পড়তে, বুঝতে কষ্ট,
🔹 তাই মানুষ Blog পড়ে।
🔹 Blog এর থেকে সহজ Tutorial Video
🔹 তার থেকেও Informative Free/Paid course
🔹 তার থেকেও সহজ গ্রুপে/ইনবক্স এ জিজ্ঞেস করে উত্তর নেওয়া।

🧠 একটা Learner কে যদি কিছু শিখতে হলে এত হয়রানি হতে হয়।
তাহলে সে ছিটকে পড়বে সেটাই তো স্বাভাবিক।
সে তো MLM, Click করে আয় করুন, এমন জিনিস ই খুঁজবে তাহলে।
কেউ কোনো Suggestion নিতে আসলে তাকে Prescription এর মত 2 বছরের Preparation Plan ধরিয়ে দেন।
জানেন সহজে কিভাবে করা যায়, তাও পাঠিয়ে দিচ্ছেন খেটে গিয়ে নিজে বের করে নিতে।
Google করেই জানতে হলে তো Community লাগে না, Senior লাগে না।

Support দিতে কেউ জোর করে নাই, কিন্তু সাপোর্ট যদি দেন তাহলে দেওয়ার মত দিবেন।
🔹 নাহলে Reply করারই তো দরকার নাই। Which is totally fine

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts