Wrong Partnerships

Nijhoom

Business করতে শুরুতেই Friend Circle বা Family এর মধ্যে কাউকে খুঁজি, কারণ- সেটাই আমাদের Comfort Zone.

Business করতে শুরুতেই Friend Circle বা Family এর মধ্যে কাউকে খুঁজি, কারণ- সেটাই আমাদের Comfort Zone.

এখানে সমস্যা হলো, Culturally আমরা কাচা টাকার ব্যবসা করে Experienced হলেও, একটা Company চালানো, Business Strategy এগুলো তেমন বুঝি না।

‎যেই ভুল গুলোর জন্য আমাদের শ্রম, টাকা, সময়, সম্পর্ক নষ্ট হয়:

⭕ 1️⃣ ভুল মানুষের সাথে PARTNERSHIP

Passionate না, Company চালানোর কোনো Experience নাই এমন Friend বা Relative কে Convince করে তাদেরকে ব্যবসায় Involve করার থেকে মারাত্মক ভুল আর কি হইতে পারে।
আমি একটা জিনিষ পারি না, সে সেটা পারে তাই তাকে নিয়ে Business শুরু করলাম, কিন্তু এখন দেখতেছি তার কাজ টা বেশি কঠিন না। সে কাজ করে 3 ঘণ্টা, আমি করি 7 ঘণ্টা 😕

⭕ 2️⃣ 50/50 PARTNERSHIP

এর চেয়ে বাজে Situation আর কি হইতে পারে! একটা Business চালানোর জন্য 1 Head of command থাকতে হয়। সেখানে 50/50 মানে 2 টা CEO, কে order দিলে কে মানবে? 2 জনের মতের বিরোধ হইলে Solution কিভাবে হবে?
অনেক সময় ই এমন এমন Decision নিতে হয়, যেটার Risk থাকে, Experience লাগে, সাহস লাগে। তখন আরেকজন কে রাজি করাইতেই যদি দিন পর হয়ে যায়, তাহলে এই Business ঐখানেই Dead.

⭕ 3️⃣ কোনো PAPERWORK না করা

আমরা মুখে মুখে Decision নিয়ে Business শুরু করে দেই,
🔹 কার দায়িত্ব কতটুক,
🔹 কি কি সে ইনভেস্ট করতেছে,
🔹 কত Profit পাবে,
🔹 Loss হলে কত লস হবে এক এক জনের,
🔹 কার দায়িত্ব কি, দায়িত্ব পালন না করলে কি হবে,
🔹 কাউকে বাদ দিতে হলে তাকে কি কি দিয়ে বিদায় করতে হবে।
এগুলো (চুক্তিপত্র) Paperwork এ থাকে।
সেটাই যদি না করি, Profit হলেই আরেকজন যে Grouping করে আমার সাথে পল্টি নিবে, সেটাই আমরা ভাবি না।

⭕ 4️⃣ LAW ENFORCEMENT এর ACTION নাই

একতো Paperwork না করলে বিপদ, আরেকতো করলেও লাভ নাই।
Paperwork করার পর কেউ কারো কোটি টাকা মেরে গ্রামে গিয়ে বসে থাকলেও তাকে ধরতে:
🔹 পুলিশকে টাকা দিতে হয়,
🔹 মামলা নিতে চায় না,
🔹 মামলা নিলেও, Case করলেও সেটা ঝুলে থাকে 3, 5, 10 বছর।
আর টাকা মেরে বিদেশ যেতে পারলে তো আমলনামা নতুন খাতার মত পরিস্কার হয়ে যায়, সে তো ধরাছোঁয়ারই বাইরে।

⭕ 5️⃣ ANGEL INVESTOR, যখন DAVIL হয়ে যায়

মামা, ফুফা, দুলাভাই কে খুব কষ্টে Business এর Potential জানিয়ে।
“আপনে খালি টাকা দিবেন, আমি সব কিছু করবো, লাভ ই লাভ, যা লাভ হবে অর্ধেক/অর্ধেক।”
এভাবে রাজি করিয়ে, যখন লাভ হয়, তখন তো ঠিক ই অর্ধেক/অর্ধেক।
কিন্তু Loss হলেই মামা/ফুফা/দুলাভাই এসে হাজির:
🗨️ “কই বাবা? আমার থেকে যে 4 লাখ টাকা নিছিলা, কবে দিবা?”
লাভের হিসাব করলেও, Loss হলেও যে 50/50 সেটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না।
শুরু করার আগে Loss এর কথা তো ভাবিই না! 😐

⭕ 6️⃣ কে কি কাজ করবে সেটা DEFINE না করা

Partnership Business এর আরেকটা ঝামেলা হইল যে Field এ কাজ করে আর যে Accounts/Management দেখে তাদের কাজ আলাদা হলেও, Profit কিন্তু একই পরিমাণ Percentage পাচ্ছে।
যে Field এ কাজ করে 7 ঘণ্টা, সে যদি এখন আরেকজনকে দেখে দিনশেষে এসে 1 ঘণ্টায় Accounts এর হিসাব টেনে দিয়ে চলে যাচ্ছে। বাসায় বসেই কাজ করে ফেলছে। কিন্তু লাভের 50% করেই 2 জন পাবে।
সে তখন দাবি করা শুরু করে, যেনো সবাই 7 ঘণ্টা Office এ বসেই কাজ করে।
মানে কাজ থাকুক না থাকুক, 7 ঘণ্টা থাকাই লাগবে।
কোনটা 💪Labour Intensive কাজ, কোনটা 🧠Brain এর কাজ, সেটা দেখার কোনো দরকার নাই।

আর একটা Business এ শ্রমের দিক থেকে কখনোই একজন আরেকজনের সমান হতে পারবে না।
Managerial কাজে কায়িক শ্রম কম, Field এর কাজে বেশি, এটাই স্বাভাবিক। কিছু কাজ মাসে একবার করলেই হয়, কিছু কাজ প্রতিদিন করা লাগে। কিন্তু তখন একই Profit Share করতে ফেটে যায় অন্য Partner দের।
‎ ‎
⭕ 7️⃣ BUSINESS STRATEGY না বুঝে, INSTANT লাভ খোঁজা

একটা Business বড় করতে হলে যে Invest করতে হয়, 6 মাস কি 3 বছরও যে লাভ ছাড়া চলতে হইতে পারে। সেটা আমাদের কল্পনাতেও আশে না।
‎Customer Acquisition করতে, Long Term চিন্তা করে যে, নিজের পকেটের টাকাও ঢালতে হইতে পারে, সেটা আমরা ভাবতেই পারি না।
Day 1 থেকেই খরচ আর Profit এর হিসাব নিয়া বসে থাকি।
একদিন Loss হলেই পাগল হয়ে যাই।
‎এভাবে আর যাই হোক, একটা Business Sustain করতে পারে না।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »

Productivity Tools

অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts