আমি হলে কী করতাম? ↓
1/ আগে Target টা Realistic নাকি সেটা দেখে নিতাম।
১ মাস মানে মোটামুটি ২৫-২৮ টা active দিন, বাকি দিন গুলোতে ধরলাম আমি family friends নিয়ে busy থাকতেই পারি।
এই ১ মাসে result আনতে হলে Target মাত্র ১টা small fixed price project, ideally $20-$50 range, তাতে আমার Invest করা Connects গুলোর খরচ উঠে আসলেই হবে।
2/ Professional Profile Setup (Day 1-2)
১টা focused skill select করতাম (Front End Web Design, Canva Social Media Posts, Humanize Ai Copywriting, Website On Page SEO etc.)
Job title ও overview super specific করতাম (Niche focused)
1-2 portfolio project তৈরি করতাম (Canva দিয়ে নিজে বানিয়ে হলেও)
আমার Initial যেই Target সেটা কিন্তু Low ticket, আর এই Low-ticket কাজের buyer রা portfolio না দেখলে order দেয় না।
3/ Practical ছোট ছোট Skill এর Service
এখন Find করতাম Upwork এ small but high-volume job কী কী Post হয়, যা কয়েক ঘণ্টার কাজ?
Canva Template Design
Social Media Chat Bot
Server Side Tracking Setup
Custom Multi-Step Form Setup & Debugging
Shopify/Woocommerce Product upload & Product SEO
etc
এইগুলা সহজ but client দের pain point solve করে তাই sell করা সহজ, আগের কাজের প্রমাণও বেশি দেখানোর কিছু নাই।
4/ Proposal Strategy
৩ নাম্বার দিন থেকে শুরু করতাম Proposal পাঠানো।
প্রথম ৭ দিনে at least ১০টা proposal পাঠাইতাম
Daily ২-৩ টা proposal maintain করতাম
Proposal টা template না, customized দিতাম। প্রয়োজনে Loom video করে client কে দিতাম কিভাবে আমি কাজটা করতে চাচ্ছি।
Client এর job description থেকে main point গুলো নিয়ে ৩টা জিনিস mention করতাম:
✓ Job post দেখে কি কি বুঝেছি
✓ কিভাবে কাজটা করতে চাচ্ছি
✓ কিছু Suggestion অথবা কিছু ইম্পর্ট্যান্ট Question যা সে উত্তর দিতে চাইবে
5/ Proposal structure
✓ Eye Catchy Hook
✓ Process with Example
✓ Portfolios
✓ 1-2 Important Question
✓ Call to action
Client কে বুঝাতাম যে আমি শুধু টাকার জন্য কাজ করি না, তাদেরকে একটা Better Solution দিতে চাই দেখে কাজ করি।
6/ Maintain Shift Time
Daily যখন Asian লোক জন কম Active থাকে তখন USA এর টাইম Maintain করে Active থাকতাম। যাতে new job post হলে আমার convert করার চান্স বেশি থাকে।
এতে competition কম, proposal view বারে, client reply দেয় বেশি।
বাকি সময়টা Upwork এর mobile app থেকেও active থাকতাম।
7/ Project Catalog
এটাকে আমি জাল পেতে রাখার মত দেখি। Upwork এ ২০ টা Catalog দেওয়া যায়। Low competition find করে catalog দিলে সেখান থেকেই অন্তত একটা Order আসার সম্ভাবনা অনেক, bid করা ছাড়াই।