Upgrade Your Skills

Nijhoom

"৩ মাসে কিছু শিখবো, আর সেটা দিয়েই ৩০ বছর Income হবে"এই Mentality নিয়ে ফ্রিল্যান্সিং এ কেউ কখনও Sustain করতে পারবে না।

“৩ মাসে কিছু শিখবো, আর সেটা দিয়েই ৩০ বছর Income হবে”
এই Mentality নিয়ে ফ্রিল্যান্সিং এ কেউ কখনও Sustain করতে পারবে না।

বাংলাদেশীরা Freelancing কে Career না, Last Option ভাবে।

– যখন কোথাও চাকরি হয় না,
– বা Life এ অন্য কোনো Option থাকে না,
– তখন তারা এই Field এ আসে।
– তারপর Shortcut খোঁজে।
– অল্প সময়ে Minimum Effort দিয়ে Maximum টাকা ইনকাম করতে চায়।

তাদের Problem হচ্ছে:

⤬ Skill Deeply শিখে না
⤬ নতুন কিছু শেখার জন্য সময় বা টাকা Invest করতে চায় না
⤬ একটা Skill শিখেই ধরে নেয়, এখন Life Set
⤬ Market এর চেঞ্জ খেয়াল করে না
⤬ নতুন Trend Follow করে না

Success আসলে কারা পায়?

✓ যারা In-Depth Knowledge Gain করে
✓ নতুন Market Trend বুঝে নিজেকে Upgrade করে
✓ Time & Money দুইটাই Learning এ Invest করে
যদি এই Ai এর যুগেও আজকে একটা Skill শিখে ৫-১০ বছর কাজ করতে চান, তাহলে ভুল ধারণায় আছেন। Regular Skill আপগ্রেড করার মানসিকতা থাকলে এখানে Stable Growth থাকবে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »

Productivity Tools

অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts