Trick না, Honesty হওয়া উচিত সবার Unique Selling Point.

Nijhoom

Muslim রা একসময় ছিল World Dominator, এখন সেটা শুধু Story তেই শুনি। একসময় মুসলিমরা দুনিয়া Rule করতো, Trade করতো, Business করতো, Earn করতো, কিন্তু সব কিছু হইতো Halal Way তে।

Muslim রা একসময় ছিল World Dominator, এখন সেটা শুধু Story তেই শুনি।

একসময় মুসলিমরা দুনিয়া Rule করতো, Trade করতো, Business করতো, Earn করতো, কিন্তু সব কিছু হইতো Halal Way তে। সেটা আবার উম্মাহ এর উন্নতির জন্যই ব্যয় করতো।
তারা Fortune বানাইছে Dishonesty দিয়ে না, বরং Honesty আর বরকত দিয়ে। আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় নাই। আল্লাহকে খুশি করার জন্য এখনকার মিলিয়ন মিলিয়ন ডলার সমান টাকা দান করে দিয়েছিলো নির্দ্বিধায়।

কিন্তু এখন মেজরিটি Islamic Influencer আর Speaker রা এমন একটা Mindset প্রায় Establish করে ফেলেছে যে:

-টাকা মানেই আল্লাহর পরীক্ষা
-অর্থই সকল অনর্থের মূল,
-এই দুনিয়ায় আমরা মুসাফির, কোনো রকম খেয়ে পড়ে ইবাদত করে আখিরাতের জন্য প্রস্তুত হলেই আসল সফলতা
-Millionaire হওয়া মানেই Fitnah.
এই Limiting Belief গুলো থেকে আমাদের বের হইতে হবে।
Haram Avoid করা মানে ছোট হয়ে থাকা না।
Halal Way তে Ridiculous Amount of Money Earn করা সম্ভব।

মুসলিম Millionaire, Billionaire যে নাই, তা কিন্তু না। কিন্তু কয়জনকে Knowledge শেয়ার করতে দেখা যায়?

বুঝলাম তারা Humble, Show off পছন্দ করে না। তবে তারা যেভাবে Grow করেছে সেটা Share না করায় যে আমরা সাকসেস এর ডেফিনেশনই ভুল জানতেছি সেটার দায় কি তাদের ওপর পড়ে না? Success মানেই এখন আমরা বুঝি দামী গাড়ি, মেয়ে, নে‘শা, অপচয় ইত্যাদি।

কিন্তু একজন Practicing মুসলিম Millionaire হয়েও যে কিভাবে লাইফ Lead করা উচিত তার কোনো Example আমাদের সামনে নাই।

তারা যদি তাদের মতো আরো অনেক জন বানাতে পারে এতে আমরা যেকোনো Situation Control করতে পারবো। কেউ Donation দিয়ে আমাদেরকে পায়ু গামি হতে Inspire করতে পারবে না।
আর যদি কোনো অসৎ ব্যাবসায়ী Market Manipulate করতে নেয়, তাহলে তারা নিজের পকেট থেকে ভর্তুকি দিয়ে বাজারে দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে ফেলতে পারবে।
কিছু ব্যবসা থাকবে For Ummah, not for profit.
Muslim রা Powerful ছিল Allah কে ভয় করে তাদের Wealth এর Proper Utilization এর মাধ্যমেই। আবার সেটা ফিরিয়ে আনা দরকার।
ব্যবসায়ে Trick খাটিয়ে Growth না, Honesty হওয়া উচিত সবার Unique Selling Point.

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »

Productivity Tools

অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts