Time Sensitivity

Nijhoom

আমরা অনেক সময় যেসব কাজ Enjoy করি, সেগুলোই আগে করি, যদিও সেগুলো Time Sensitive না। কিন্তু Impact ফেলতে হলে, সবচেয়ে Important আর Time-Sensitive কাজগুলো আগে করা উচিত।

কাজের Priority Set করার জন্য Time Sensitivity কনসেপ্টটা আমার জন্য সবচেয়ে বেশি কাজে দিয়েছে।

কারণ আমরা অনেক সময় যেসব কাজ Enjoy করি, সেগুলোই আগে করি, যদিও সেগুলো Time Sensitive না।
কিন্তু Impact ফেলতে হলে, সবচেয়ে Important আর Time-Sensitive কাজগুলো আগে করা উচিত।

কিভাবে করবেন?
🗒 Task List:

সব কাজ এক জায়গায় List করবেন, যেকোনো একটা App অথবা Notebook এ রাখবেন।

⌛️Time-Sensitive Tasks:

কোন কাজের Deadline থাকলে সেটায় Deadline লিখে রাখবেন।

📅 Block Time Slots:

Time-Sensitive কাজগুলোকে নির্দিষ্ট Block হিসেবে কোনদিন কোন Task গুলো একসাথে করবেন সেটা Schedule করে নিতে পারেন।

📈Impact:

কাজ Urgent মানেই কিন্তু Impactful না, যদি সেটা আপনার Growth এ Impact ফেলে তাহলে সেগুলো Star Mark ⭐️ করে রাখবেন।

🍔Reward Yourself

কোনো Pending, Impactful কাজ শেষ করলে নিজেকে Reward দেন, ভালো কিছু খান অথবা কোনো Gadget Gift করেন, Do Anything!

দেখবেন এভাবেই Productive Senior রা Impactful Task গুলো আগে Complete করে, যা Long Term এ তাদের Efficiency বাড়ায়।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »

Productivity Tools

অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts