অনেক সময় আমরা দেখি আশেপাশের মানুষজন খুব Simple Business করছে:
▪️ হয়তো একটা Online Store চালাচ্ছে
▪️ হয়তো Facebook Page থেকেই ব্যবসা করছে
▪️ বা হয়তো এলাকায় কোনো Local Shop চালাচ্ছে
তাদের Success দেখে মনে হয়,
“এইটা তো আহামরি কিছু না, চাইলে আমিও করতে পারবো!”
কিন্তু ভাই, সমস্যা হলো, আমরা ওদের Years of Experience বা Dedication এর গল্পটা দেখি না।
Simple Business দেখেই শুরু করতে কেন উচিত হবে না একটু বলি:
1) 𝗖𝗢𝗡𝗦𝗜𝗦𝗧𝗘𝗡𝗖𝗬 𝗠𝗔𝗧𝗧𝗘𝗥𝗦 𝗠𝗢𝗥𝗘 𝗧𝗛𝗔𝗡 𝗦𝗜𝗠𝗣𝗟𝗜𝗖𝗜𝗧𝗬
যারা আজকে ছোট Business করে সফল, তারা কিন্তু দিনের পর দিন একই কাজে Consistent ছিল।
হুট করে শুরু করে, একটু ধাক্কা খেলেই Give Up করে বসে নাই।
আপনি যদি শুধু Simple Business দেখে শুরু করেন, Consistency এর জন্য প্রস্তুত না থাকেন, তাহলে খুব দ্রুত Shiny Object Syndrome এর কারণে আবার নতুন কিছু খোঁজা শুরু করবেন। এই Distraction গুলাই আপনাকে 100% Failure এর দিকে নিয়ে যাবে।
2) 𝗟𝗘𝗔𝗥𝗡𝗜𝗡𝗚 𝗖𝗨𝗥𝗩𝗘 & 𝗘𝗫𝗣𝗘𝗥𝗜𝗘𝗡𝗖𝗘
যে মানুষটা কয়েক বছর ধরে Simple Business করছে, সে কিন্তু এই সময়ে অনেক কিছু শিখেছে।
▪️ Customer Handle করা,
▪️ Market Trends বুঝা,
▪️ Pricing ঠিক রাখা
এগুলো কিছুই একদিনে শেখা যায় না।
আপনি তাকে দেখে হুট করে শুরু করলে, হয়তো প্রথমেই এমন অনেক Challenge ফেস করবেন যেগুলা হ্যান্ডেল করতে Experience লাগে।
আর ওই Experience না থাকায় Burnout হয়ে যেতে পারেন।
3) 𝗦𝗛𝗜𝗡𝗬 𝗢𝗕𝗝𝗘𝗖𝗧 𝗦𝗬𝗡𝗗𝗥𝗢𝗠𝗘 (এটাই আসল Distraction)
নতুন কিছু করতে গেলে আমাদের Excitement থাকে, কিন্তু এটা যতই Easy মনে হোক, প্রতিদিন একই জিনিষ করা কিন্তু Easy না!
তখন আবার নতুন কোনো Shiny Object এর দিকে মন যাবে।
মনে হবে,
“এইটা হয়তো আরো সহজ!”
এভাবেই আসলে Consistency ধরে রাখা যায় না।
অন্য কেউ Simple Business করলেও তাদের Commitment এর লেভেল কিন্তু আপনার থেকে Different.
তারা সাধারণত অন্য Opportunity কে Ignore করে নিজের Business এ লেগে থাকে।
4) 𝗥𝗘𝗔𝗟 𝗖𝗢𝗠𝗠𝗜𝗧𝗠𝗘𝗡𝗧 𝗩𝗦. 𝗜𝗡𝗜𝗧𝗜𝗔𝗟 𝗘𝗫𝗖𝗜𝗧𝗘𝗠𝗘𝗡𝗧
যারা আসলেই Business করতে নামছে,
▪️ তারা শুধু Excitement এর জন্য না,
▪️ বরং Long-Term Commitment নিয়ে কাজ করে।
▪️ আপনি যদি সেই Commitment এ ঘাটতি রাখেন,
▪️ তাহলে খুব সহজেই Interest হারিয়ে ফেলবেন।
শুধু Business Idea টা দেখে আপনার ভালো লাগছে তাই যদি শুরু করেন, তাহলে ওই Commitment আসবে না, কারণ Passion আর Dedication ও দরকার।
💬 তাহলে কিভাবে এই Trap থেকে বের হবেন?
● 𝗦𝗲𝗹𝗳-𝗔𝘀𝘀𝗲𝘀𝘀𝗺𝗲𝗻𝘁
নিজের Strength এবং Weakness গুলা দেখেন, আপনি কি এই Simple Business টাতে Consistency রাখতে পারবেন?
● 𝗢𝗯𝘀𝗲𝗿𝘃𝗲 𝗕𝗲𝗳𝗼𝗿𝗲 𝗝𝘂𝗺𝗽𝗶𝗻𝗴
অন্যদের Simple Business টা কিছুদিন Observe করেন, তারা কিভাবে Challenge গুলো হ্যান্ডেল করছে দেখেন।
● 𝗦𝘁𝗮𝗿𝘁 𝗦𝗺𝗮𝗹𝗹, 𝗧𝗵𝗲𝗻 𝗦𝗰𝗮𝗹𝗲
শুরুতে খুব ছোটভাবে শুরু করেন। এই সময়েই বুঝবেন, আপনি আসলেই এই Commitment নিতে পারবেন কিনা।
● 𝗦𝗲𝘁 𝗮 𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲
নিজেকে ৬ মাস বা ১ বছরের একটা সময় দেন, এই সময়ে কোনো Shiny Object এর দিকে না তাকিয়ে শুধু একটাই Business এ ফোকাস করবেন। তারপর যদি Continue করতে ইচ্ছা করে তাহলে বড় Investment নিয়ে আগাবেন।
একজনের Simple Business কখনোই আরেকজনের জন্য Simple হবে না। তাদের Success এর জন্য যেটা কাজ করছে, সেটা আপনার জন্য কাজ নাও করতে পারে।
তাই অন্যকে দেখে Inspired হওয়া ভালো, কিন্তু Consistent থাকার জন্য আপনার নিজের Plan আর Commitment দিয়ে শুরু করা উচিত, তাহলেই Success এর Possibility বাড়বে।