Friction কমান

Nijhoom

কিছু করার সময় Friction যতটা সম্ভব remove করতে হবে।

remove-fiction

Life will be easy if you remove Fiction.

কিছু করার সময় Friction যতটা সম্ভব remove করতে হবে।

ধরেন কোন কিছু Start করতে হলে তার আগে কিছু Pre-requisite কাজ করে নিতে হয়, সেটা একটা Friction.

🔘 PC টা start নিতে দেরি হয়
🔘 PC তে ঢুকতে হলে Complex Password দিতে হয়
🔘 পিসি Configuration কম
🔘 কাজের মাঝে কারেন্ট চলে যায়
🔘 কাজের মাঝে কেউ Distract করে
🔘 কাজ Start করার ভালো পরিবেশ পাননা
🔘 কাজটা করতে একটা Specific জায়গায় যেতে হয়
🔘 কোনো জায়গায় যেতে হলে Transportation এর সমস্যা হয়
এগুলো এক একটা Friction.

এই ফিকশনগুলা যতক্ষণ পর্যন্ত minimize না করবেন ততক্ষণ পর্যন্ত productivity অনেক কম থাকবে।
আপনার কাজের Surrounding এ Mind Focused রাখার জন্য যে জিনিস গুলো দরকার তার friction যতটা সম্ভব কম রাখা ভালো।

Try করবেন আস্তে আস্তে জিনিসগুলো Optimize করে ফেলতে, যেন ওই জিনিসটাতে আপনার আগে যে hassle হত To get started, ওই জিনিসটা যেন minimize হয়ে যায়।

Friction যত বাড়বে তত Output কমে আসবে। দেখবেন একদম Last hour এ গিয়ে করতে হচ্ছে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts