আমি Paid Tool এর Monthly বিল ভয় পাইতাম অনেক। যেটা Paid Tool কিনে ৫ মিনিটে করা যেত সেটার জন্য ৫ দিন ধরে Free Alternative খুঁজা ছিলো আমার Hobby 😅
অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না। আমার Personal আর Business Task গুলা Manage করার জন্য আমি কিছু Tool use করি (বেশিরভাগই ফ্রী) আর Honestly এগুলা ছাড়া আমার Productivity অর্ধেকও Maintain হইতো না।
Personal Task গুলার জন্য:
• Google Task
ছোট ছোট To Do List এর জন্য আর Reminder রাখার জন্য এটা অনেক Handy
• Google Calendar
Upcoming যেকোনো Event এখানে Schedule করে রাখি Regularly, এটা আমার জন্য Must Have একটা Tool
• Google Keep
কোনো Information Store করতে হবে পরে যেনো Search করে পাই, সেজন্য Use করি।
Business Task গুলার জন্য:
• Notion
SOP, Process, Content Creation, Resource বানানোর জন্য Use করি
• ClickUp
Client Task, Team Task, Deadline, Assignment সব কিছু Track করার জন্য
এতে সব Task মাথায় রেখে রাখতে হয় না, Tool এ লিখে রাখলেই হলো।
• কখন কোনটা করতে হবে Clear একটা Path থাকে।
• একই জিনিষ বার বার Team কে জানানো লাগে না।
অনেকেই Productivity নিয়ে প্যারা খায় কিন্তু কোনো Tool use করে না।
নিজের System না থাকলে দিনশেষে সবকিছু তে Chaos হবেই।
Tools মানে শুধু Software Selection না, যেকোনো Tool নিজের মতো করে গুছিয়ে না নিলে, একটা System কেই Regular Optimize না করে বার বার Platform Change করলে কখনোই এটার Benefit পাবেন না।
আপনি যেই App Use করতে Comfortable সেটাই use করে আগে একটা System বানান। দেখবেন যত সময় যাবে তত Enjoy করতেছেন।