Owning Decision

Nijhoom

কোনো কিছু উল্টা পাল্টা হলেই আমরা Excuse খুঁজে নিজের Lacking গুলো আড়াল করতে চাই।

owning-decision

কোনো কিছু উল্টা পাল্টা হলেই আমরা Excuse খুঁজে নিজের Lacking গুলো আড়াল করতে চাই।
আমাদের Brain 🧠 নিজেকে কখনো Blame করতে চায় না। এজন্য নিজেকে Defend করতে প্রায়ই নিজের Decision গুলোকে Own করি না।

💼 আমি আজ অফিসে Late করে গেলাম, কারণ? জ্যাম ছিলো।
জ্যাম যে থাকবে, থাকতে পারে, প্রায়ই থাকে এটা কিন্তু অজানা না। আমি চাইলেই সেইভাবে সময় নিয়ে বের হতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই তা করি নি।

Late হতে পারে জেনেও তা থামানোর জন্য কোনো পদক্ষেপ নেই নি।
এই মুহূর্তে আমি Victim Play করলে হয়ত এই Excuse এ পার পেয়ে যাবো।
কিন্তু যতদিন আমার Decision গুলো Conscious Mind এ Acknowledge না করছি, সেটা Continue হতেই থাকবে।

🏏Cricket খেলা দেখা আমার জন্য Important হতেই পারে, তার জন্য আমি যে কাজ বাদ দিচ্ছি, সেটা যে জেনে বুঝেই করছি, তা নিজেকে ভাবতে দিতে হবে।
আমরা নিজেকে অনেক কিছু Clearly ভাবতে দেই না, বোকা বানিয়ে রাখি, আর পরে – Time ছিলো না বলে Situation কে Blame করি।

⚡যেমন, দেশে এখন প্রায়ই Load Shedding হয়🪫, সেটা হবেই জেনেও কোনো ব্যবস্থা না নিয়ে Load Shedding কে দোষ দিতে পারি না, তাই না? সমস্যা থাকলে, সেটার সমাধান ও আছে।
সমাধান করবো কি করবো না, করার জন্য যা লাগবে তা ম্যানেজ করছি কি না, সেটা সম্পূর্ণ আমার নিজের Decision এর ওপর নির্ভর করে।

এখন আমার জন্য সমাধানটা Important মনে হয় নি, তাই সমাধানের চেষ্টা করি নি।
তাহলে জেনে বুঝেই Decision টা আমি Own করছি। তাই কাজ করতে না পারার Blame টাও আমারই, Blame Situation এর না।

💠 একটা জিনিষ খেয়াল করেছেন?

মানুষ মাথা ব্যাথা/জ্বর🌡️ থাকলে CT পরীক্ষা মিস করে, কিন্তু Final পরীক্ষা মিস করে না।
তার মানে, তার কাছে CT টা বেশি Important না হলেও Final টা Important.
It’s All About Priority, কোনো কিছুর Priority বেশি থাকলে, আমরা Excuse দেই না। যেভাবেই হোক, যত কষ্টই হোক, করে ফেলি।

💠 একই কাজ, যেটা আপনি নিজের জন্য করছেন না, আলসেমি করছেন, মাসের পর মাস Procrastinate করছেন।
সেটাই আপনাকে কেউ 500$ দিলে ঠিকই রাত জেগে আরেকজনের জন্য করে দিবেন।
ভালো হোক বা খারাপ কিছু। নিজের Decision গুলোর Total Responsibility নিজেকেই নিতে হবে।

💭 একটা Decision নিচ্ছি, বা একটা কিছু হতে দিচ্ছি, সেটা হলে Consequences কি হবে তা জেনে বুঝেই Decision নিচ্ছি নাকি সেটা ভেবে দেখলেই দেখবেন Decision গুলো Effective হচ্ছে দিন দিন।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts