Muhammad ﷺ এর কিছু Financial & Money Management Advice

Nijhoom

Muhammad ﷺ এর কিছু Financial & Money Management Advice থেকে কিছু Point নিয়ে আলোচনা করবো এই Post এ:

Muhammad ﷺ এর কিছু Financial & Money Management Advice থেকে কিছু Point নিয়ে আলোচনা করবো এই Post এ:

🔘 𝗙𝗜𝗡𝗔𝗡𝗖𝗜𝗔𝗟 𝗜𝗡𝗗𝗘𝗣𝗘𝗡𝗗𝗘𝗡𝗖𝗘

• নিজের Hard Work এর উপর নির্ভর করবেন।
• কারো থেকে Loan নেওয়ার অভ্যাস করবেন না।
• Allah Self-Reliant দের আরো বরকত দেয়।

🔘 𝗣𝗥𝗜𝗢𝗥𝗜𝗧𝗜𝗭𝗜𝗡𝗚 𝗙𝗔𝗠𝗜𝗟𝗬

• নিজের Family & Dependents দের আগে Care নিবেন।
• Wife, Children, আর যারা আপনার উপর নির্ভর করে তারা আপনার First Priority!
• তাদের Ignore করা ঠিক না, এমনকি Charity এর নামেও না।

🔘 𝗖𝗛𝗔𝗥𝗜𝗧𝗬

• Best Charity হচ্ছে Family র জন্য Spend করা।
• Family র Needs পূরণ করার পর যা থাকে, সেটা দান করবেন।
• আপনার উপর নির্ভরশীলদের উপর Spend করা আপনার জন্য বড় Charity.

🔘 𝗣𝗟𝗔𝗡𝗡𝗜𝗡𝗚 𝗙𝗢𝗥 𝗧𝗛𝗘 𝗙𝗨𝗧𝗨𝗥𝗘

• বাচ্চাদের জন্য সম্পত্তি রেখে যাবেন।
• Ensure করবেন তারা যেনো আপনার অনুপস্থিতিতে Vulnerable না হয়ে পড়ে।
• Allah আপনাকে দিবে, কিন্তু সেটার জন্য আগে আপনাকেও Effort দিতে হবে।

💬

Allah সবার জন্য রিজিকের ব্যাবস্থা রেখেছে কিন্তু আপনার Earning এর উপর আপনার আশে পাশের অনেকের হক আল্লাহই নির্ধারণ করে আপনাকে একটা মাধ্যম হিসেবে ব্যাবহার করছে, সেগুলোর জন্য কিন্তু আপনাকেই জবাব দিতে হবে।
Hard Work করে আত্ন নির্ভরশীল হতে চেষ্টা করবেন, অন্য কারো থেকে Loan নিয়ে চলা Avoid করবেন, যা আছে সেটায় সন্তুষ্ট থাকলে বরকত বাড়বে। Family র Care নিবেন। Charity Wisely দিবেন, আপনার উপরে যারা নির্ভশীল, তাদের কিন্তু আপনি ছাড়া উপায় নেই।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »

Productivity Tools

অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts