Mental Block

Nijhoom

প্রত্যেকের Mind এ একটা Price Ceiling থাকে। Client থেকে এর বেশি সে চাইতে ভয় পায়।

প্রত্যেকের Mind এ একটা Price Ceiling থাকে।

Client থেকে এর বেশি সে চাইতে ভয় পায়। আমিও একসময় 1টা Website এর জন্য 450$ এর উপরে Negotiate করতে পারতাম না। নিজেকে সেই যোগ্য মনে করতাম না।
পরে একদিন একটা Client এর সাথে সাহস করে 700$ এর Proposal দিয়েই ফেলি, আর Client ও কিছু বিষয় Clearly জানতে চাওয়ার পর রাজি🫨

ঐদিন এতটাই Excited ছিলাম যে কখন সকাল হয়েছে খেয়াল ই করি নাই।

এর পর থেকে সাহস করে বাড়াতে বাড়াতে $950, $1100, $1300, $1500, তারপর $2300 পর্যন্ত একটা Website এর জন্য Charge করতে থাকি।

🧠 আমাদের Mental Block গুলো আমাদেরকে Hold করে রাখে, নিজেকেই আমরা একটা Limitation দিয়ে রাখি, যার কারণে Growth টা Stop হয়ে থাকে।

🗨️ কাজ করতে করতে একসময় দেখি যে, কাজের Pressure ঠিকই বাড়ছে অনেক কিন্তু Income সেই তুলনায় বাড়ে নাই।

📓এজন্য যখন ভালো Portfolio হবে, নিজের Service Offering কে একটা Premium Vibe এনে দিবেন।
Client রা যেনো আপনার Service দেখে সেই High Budget কেও Worth It মনে করে।

এতে দেখবেন মাসে যেখানে 10 টা Project করতেন, সেখানে এখন 3 টা Project করেই তার থেকে বেশি Earn করতে পারছেন।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts