Investment

Nijhoom

Bangladeshi Freelancer রা “Invęstmeńt” শব্দটা শুনলেই ভয় পায়। Upwork এ Connects কিনতে বললে ভাবে, “Free ১০টা Connects তো আছেই, এটা দিয়েই কাজ পাওয়া যাবে!”

Bangladeshi Freelancer রা “Invęstmeńt” শব্দটা শুনলেই ভয় পায়।

Upwork এ Connects কিনতে বললে ভাবে, “Free ১০টা Connects তো আছেই, এটা দিয়েই কাজ পাওয়া যাবে!” Fiverr এ Gig Promote এ দিনে ৫০০ টাকা কাটলেই অনেকের মাথা নষ্ট হয়ে যায়।

কিন্তু এটা চিন্তা করে না যে,

Free ১০টা Connects শেষ হলে আবার Next Month এর জন্য Wait করা লাগবে।
তার মানে Time Loss, আর ওই Time টা কিন্তু অনেক Critical, Struggle করার এই সময়টায় Motivation কমতে কমতে অনেকেই Freelancing Career থেকেই বের হয়ে অন্য কিছু করা শুরু করে।

ধরেন,

Free Method দিয়ে ৩ মাস Try করলেন, কিন্তু Proper Response পাইলেন না। সেখানে, যদি শুরুতেই ২০০০-৫০০০ টাকা ইন‘ভেস্ট করতেন, তাহলে হয়তো ১ মাসেই Result পাইতেন।
তারপর সেই আ‘র্নিং দিয়েই পরে Upwork এ Connects কিনে অথবা Fiverr এ Ads দিতে পারতেন।এখানে আপনি শুধু ২ মাস সময় বাচালেন না, Frustration Avoid করলেন, যেই Energy টা পরে নতুন Client Manage করতে কাজে লাগাতে পারবেন।

আচ্ছা, আপনার কি আসলেই ই‘নভেস্ট করার ক্ষমতা নাই?

🔴আপনার কাছে Already একটা Smartphone আছে,
🔴Laptop বা PC আছে, WiFi বিল দিচ্ছেন মাসে মাসে,
মানে আপনি তো Already অনেক বড় একটা Iñvestmënt করেই রাখছেন।

তাহলে Marketplace এ Success পাওয়ার জন্য ২০০০-৫০০০ টাকা Extra ই‘নভেস্ট করতে এত Tension নেন কেনো?

Fixed Mindset থেকে বের হয়ে Clear Thinking করলেই এগুলোর Answer পাবেন।
ভাই, Marketplace এর Game আর আগের মতো নাই!
আগের Strategy তে সব কিছু Free তে করতে চাইলে এখানে Survive করা আপনার জন্য Tough হয়ে যাবে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »

Productivity Tools

অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts