রাত না জেগে Freelancing

Nijhoom

চাইলে রাত না জেগে দিনে করতে পারবেন।

যেকোনো Marketplace এ Order এর Minimum Timeline 24 hours থাকে।

চাইলে রাত না জেগে দিনে করতে পারবেন।
তবে এশার পর ১০/১১ টার মধ্যে ঘুমিয়ে ফজরের সময় উঠতে পারলে ভালো।

কারণ আমাদের ফজরের সময় USA তে সন্ধ্যা থাকে। তখন Knock আসে।

আবার আমাদের সন্ধ্যার সময় সেখানে সকাল থাকে, যখন সবচেয়ে বেশি Knock আসে।

তাই সকাল আর সন্ধ্যা মেসেজিং এর জন্য Available থাকতে পারলে যেকোনো সময় কাজ করতে পারবেন।

এখন আসি ভিন্ন Type এর Discussion এ 🚀

Freelancing এর 2 টা দিক আছে। যেটা আপনার Career Goal and Journey এর সাথে Related.

1️⃣ যদি অনেক সময় ধরে Freelancing করতে চান,
তাহলে অবশ্যই আপনাকে Long term চিন্তা করে Health এর দিকে খেয়াল রাখতে হবে।
কেউ যদি এই প্রশ্ন করে তাহলে ধরেই নেওয়া যায়, সে সাস্থ্য সচেতন। রাত জাগার অভ্যাস নেই বা জাগতে চায় না। তাহলে তার জন্য অবশ্যই দিনে কাজ করা সম্ভব।
তাতে Opportunity Cost হিসেবে কিছু Potential Deal Miss হবে এটাই স্বাভাবিক।

2️⃣ আর যদি Plan থাকে 1-2 বছর Freelancing করে, কিছু টাকা হলেই Agency Form করবেন,

তাহলে অবশ্যই বেশি Load নিতে হবে, হেলথ Compromise করতে হবে।
দুনিয়ার সব উদ্যোক্তা একটা সময় দিন নাই, রাত নাই, ইচ্ছা মত খাটছে দেখেই আজকে তারা একটা Stable পর্যায়ে আছে।

They work like an animal ⚡

এখন হয়ত 2 মাসের Vacation এ গেলেও সমস্যা হয় না।

⭐ ব্যাপারটা সম্পূর্ন আপনার Strategy এর ওপর।

তবে Best Case হলো (যেটা আমি নিজে চেষ্টা করতেছি কোনো ভাবে করা যায় নাকি)
এশার পর রাত 10-11 টায় ঘুমিয়ে ভোর 3-4 টায় উঠে,
তাহাজ্জুদ, ফজর পড়ে কাজ করে
আবার সকাল 10-11 টার দিকে কিছুক্ষন ঘুমানো যায় কি না।
যদি খেয়াল করেন, Islam এর Recommended Routine এর সাথে অনেকটাই Align হয়ে যায়।

🔴 ‘Don’t quit. Suffer now and live the rest of your life as a champion.’

  • Muhammad Ali

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts