এতো কিছু করার Plan, এত সম্ভাবনা, এত এত To Do List জমে আছে যে দেখলেই Frustrated লাগে।
📄 এই list প্রতিদিন ই বাড়তে থাকবে। নতুন নতুন দায়িত্ব Add হতে থাকবে।
আর সব শেষ করতে চাইলে Frustrated হয়ে একসময় Burn out এ চলে যাবো।🪫
▫️
You cannot get on top of your to-do list. It will always keep growing faster than your ability.
▫️
হ্যাঁ, আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছুই করাও Possible কিন্তু প্রথমে
🔹1টা Skill, 1 টা Industry তে খুঁটি গেরে নিতে হবে।
🔹 সেটার থেকে একটা Level পর্যন্ত Success বা টাকা Generate করে নিতে হবে।
🔹 তারপর সেটা যখন একটা System এর মধ্যে এসে পড়বে,
🔹 তখন অন্য স্কিল অন্য ইন্ডাস্ট্রিতে ফোকাস করতে পারেন।
🏵️ একটা Skill শেখার Process এ যদি আরেকটা Skill সামনে আসে আর যদি সেটাও শিখতে ইচ্ছা করে, তাহলে সেটা List করে রাখবো, সাথে সাথেই দেখা শুরু করবেন না। 🗳️
⭐ কাজের List যত বড়ই হোক, খেয়াল করলে দেখা যাবে এর মধ্যে Most Important + Future Impact ভালো এমন কাজ আছে কয়েকটা।
🗒️আজকে যেই কয়টা করা Possible সেগুলোর Top Priority তে রেখে একটা Focus list বানাবো।
আর এই list থেকে উপরের কয়েকটা আজকে করতে পারলেই আজকের দিন টা সার্থক।