Financial Loss

Nijhoom

অনেক সময় অল্প কিছু টাকা Save করার জন্য এমন ভুল করি, যেটা পরে বড় Financial Loss এর কারণ হয়ে দাঁড়ায়।

অনেক সময় অল্প কিছু টাকা Save করার জন্য এমন ভুল করি, যেটা পরে বড় Financial Loss এর কারণ হয়ে দাঁড়ায়।

যেমন ধরেন, আপনি অনেক টাকা খরচ করে iPhone কিনলেন, কিন্তু 50 টাকা বাঁচানোর জন্য Public Bus এ উঠলেন। তারপর পকেটমার ফোনটা নিয়ে গেল।
মানে মাত্র 50 টাকা বাচাইতে গিয়ে 1 লাখ টাকার Risk নিলেন।

আজকে Travel করার সময় দেখলাম

এক লোক 55 inch Sony TV নিয়ে যাচ্ছে Rickshaw তে কোলে করে।
কোথাও একটু লাগলে বা পরে গেলে কত Loss হবে সেটা ভাবে নি।

আবার অনেক সময় টাকা বাঁচাতে কম দামি Chair কিনি।

কিন্ত, এই কম দামি Chair ব্যবহার করে পরে Back Pain এর মতো বড় Health Issue এর জন্য চিকিৎসায় অনেক খরচ হয়ে যায়।

এছাড়া Learning এ খরচ করতে চাই না।

মনে করি ফ্রী শিখে টাকা Save করে ফেলবো, কিন্তু তাতে নিজের সব কিছু বুঝতে যেই সময় Invest হচ্ছে সেটারহিসাব করি না, আর পরে যখন Skill এর অভাবে ভালো Earning করতে পারি না, তখনই Long Term এ বড় Income Potential হারাই।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts