Perfectionist হবেন না।

Nijhoom

যখন Perfection এর দিকে খেয়াল দিবেন তখন আপনার Production অনেক কমে যাবে

যখন Perfection এর দিকে খেয়াল দিবেন তখন আপনার Production অনেক কমে যাবে, আর তখন আপনার Motivating Factor গুলো অনেক Limited হয়ে যাবে।

আমাদের কাজ করার সময় Motivation খুব কম জিনিস থেকে আসে। এই জিনিসগুলো যদি আমরা আরো Limit করে দেই তাহলে Grow করার Opportunity অনেক কম।

Perfectionist হলে দেখবেন প্রত্যেকটা কাজ Delay হচ্ছে।
প্রত্যেকটা কাজে একটা Bottleneck Create হচ্ছে।

হয়ত সবকিছু থাকার পরও:

🔘 কাজটা শুরু না করার কারণে,
🔘 ভালো ভাবে করবো ভেবে Procrastination করার জন্য,
🔘 ওই কাজটা Polish না করার কারণে, Publish করা হচ্ছে না।

আর যতদিনে আপনি নিজের সন্তুষ্টির সমান Prepared হবেন, ততদিনে দেখবেন ওই জিনিসটাই Irrelevant হয়ে গেছে। যে Demand বা Hype ছিলো ওটা চলে গেছে।

আপনাকে যে কাজ দিচ্ছে, সে 80% আর 90% quality এর তফাৎ বুঝতে পারবে না। তাই সেই 10% বেশী Perfection এর জন্য যেই সময় আর মেধা Invest করছেন, সেটা আসলেই Worth it না।

তাই যা দিয়ে, যতটুক দিয়ে সহজেই কাজ চালিয়ে নেওয়া যায়, ততটুক রেখে Mass Production করতে পারা টা অনেক Important.

Perfect 10 টা জিনিস থেকে মোটামুটি Quality এর 100 টা জিনিস ভালো।
কারণ 100 টা করতে গিয়ে আপনার Knowledge এত বাড়বে যেটা আপনার পরের কাজ গুলোর মধ্যে ফুটে উঠবে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts