একদম ফ্রিতে To-do List ম্যানেজ করার জন্য Google Task এর Categorized List ব্যাবহার করলে, একটা Powerful Task Management সিস্টেম বানানো যায়।
এখানে আমার Google Task এর Setup টা শেয়ার করতেছি:
📩 INBOX
সব Random, Deadline এখনো ঠিক হয় নাই, Catagory করা হয় নাই, এমন সব Task বা Idea আগে এখানে আসে। পরে সেগুলোকে Proper List এ নিয়ে যাই।
🛒 CHECKLIST
Shopping বা Grocery, কোনো কিছু কেনার থাকলে এখানে Add করি।
📺 CONTENT
Content Planning, Post Ideas সব এখানে রাখি।
🗄️ ARCHIVE
এখন আর দরকার নাই বা Future এ Handle করবো এমন Task গুলা এখানে সরিয়ে রাখি।
এছাড়া Gmail থেকে সরাসরি Email কে Task বানানো যায়।
আর Google Calendar এ Task এ Time Add করলে সেটা Calendar এও দেখা যায়, কাজ হয়ে গেলে Calendar থেকেই Mark করে দেওয়া যায়।
আমার মতে Google Task একটা Underrated App. শুধু Properly Utilize করলে Todoist এর মত Paid Tool না নিয়েও কাজ চালানো যায়।