Fiverr Success Score এর মধ্যে আরেকটি Confusing Key Area হচ্ছে Conflict Free Order,
আজকে আমরা জানব Conflict Free Order কি এবং এটি থেকে কিভাবে বাঁচা যায়।
Conflict Free Orders বলতে Mainly Order Page এর Dispute এর উপর Depend করে এবং Order Process কতটা Smooth ছিল এর উপর Depend করে।
Solution:
🎯 Client এর Brief ভালো করে বুঝে Order নিতে হবে যাতে Order Cancel না হয়।
🎯 যত সময় লাগতে পারে একটা Project Complete করতে তার থেকে Extra Time নিয়ে Order নেওয়া বা Custom Offer এর ক্ষেত্রে বাড়িয়ে নেওয়া। আর আমাদের Package গুলো এটা মাথায় রেখে সাজানো।
🎯 যদি কোনো Project Late হয় তাহলে Client কে ASAP জানাতে হবে। প্রয়োজনে Time Extend Request দিয়ে Time বাড়িয়ে নিবেন। যদিও এর মাধ্যমে Dispute Create হবে তবে Overall জিনিসটা Professional থাকবে।