Freelancing শুরু করতে কেমন PC Build করবো?

Nijhoom

কোন Skill শিখবেন সেটার উপর নির্ভর করে পিসি বানাতে হবে।

নতুনদের এমন প্রশ্ন প্রায়ই পাই।

প্রথমেই YouTube এ কিছু ভিডিও Playlist দেখে আগে Fix করতে হতে হবে যে আমি কোন Skill শিখা শুরু করব।

Common কিছু Popular Skill হলো:

1️⃣ Digital Marketing (Social Media & Search Engine Marketing)

2️⃣ Social Media Management

3️⃣ Web Design (CMS Based Front End Customization)

4️⃣ SEO (On Page SEO, Link Building, Local SEO)

5️⃣ Graphic Design (Flyer, Brochure, Card, Digital Media)

6️⃣ Video Editing (YouTube Video Editing)

7️⃣ 3D Modeling

এগুলোর যেকোনোটা দিয়ে শুরু করতে পারেন। কোন Skill শিখবেন সেটার উপর নির্ভর করে পিসি বানাতে হবে।
বিষয়টা এমন না যে আমি একটা শিখলে আরেকটা শিখতে পারবো না। কিন্তু শুরু করার সময় কোনটা শিখব সেটা নিয়ে বেশিদিন ভাবার কোন মানে হয় না, তাই যেকোন সহজ একটা Skill দিয়ে শুরু করে দেওয়া উচিত।

উপরের 1️⃣2️⃣3️⃣4️⃣ এর জন্য তেমন আহামরি PC লাগবে না।

4GB Ram (8GB হলে ভালো), Moderate যেকোনো Processor হলেই হয়।

আর 5️⃣6️⃣7️⃣ এর জন্য High End PC দরকার হবে, তবে মোটামুটি 8GB/16GB Ram আর 25 হাজারের মধ্যে একটা Processor হলে আপাতত কাজ চালানো যাবে Smoothly.
আমাদের আরেকটা Tendency হল শুরু করার সময়ই আমরা অনেক বেশি ইনভেস্ট করে ফেলি আর গেমিং পিসি বানিয়ে বসে থাকি।

তখন হয় গেম খেলা শুরু করি, নাহয় কিছুদিন পর আর Skill শেখা কন্টিনিউ করিনা।কিন্তু তখন সেই PC বিক্রি করতে গেলে প্রায় অর্ধেকের মত দাম পাওয়া যায়।

🌱 তাই আমি সাজেস্ট করি যত কম ইনভেস্ট করে শুরু করা যায় তত ভালো।
কারণ দুই এক মাস বিষয়গুলো নিয়ে ঘাটার পর আসল অবস্থা টের পাওয়া যায়, যে এখানে ইনকাম অত সহজ না।
আর ইনকাম করতে যে পরিমাণ সময় আর Effort দেওয়া লাগবে, তা Hype এ পড়ে আসা অনেকের ই থাকে না।

PC Build করার একটা বেনিফিট হল আপনি ইনকাম করার বা প্রয়োজন বাড়ার সাথে সাথে সেটা আপডেট করে নিতে পারবেন। তাই মিনিমাম দিয়ে শুরু করা সবচেয়ে ভালো।


🖥️ কোন কাজের জন্য কি Configuration PC Build করবেন তার বিস্তারিত সাজেশন জানতে এই গ্রুপে পোষ্ট করতে পারেন।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts