Ai Tool

Nijhoom

Ai Tool গুলো কি Graphics, Web, Marketing etc এর কাজ কমিয়ে দিবে?

Ai Tool গুলো কি Graphics, Web, Marketing etc এর কাজ কমিয়ে দিবে?

🗨️ এসব কাজের Future Demand কি থাকবে?

প্রথমে আপনাকে ভাবতে হবে Ai Tool কেনো বানানো হচ্ছে?
সহজ কথায়, কম সময়ে বেশি Production এর জন্য।
এখন আমি যদি এমন কাজ করি, যেটা Ai Tool দিয়েও সহজে, কম খরচে, কম সময়ে, বেশি Output নিয়ে আসা যায়, তাহলে অবশ্যই আমার কাজের Demand কমবে।
Remove .bg আসার পর Background Remove এর কাজ কমেছে না?
Canva .com আসার পর Social Media Designs এর কাজ কমেছে না?
🗨️ তাই বলে কি, এই Service নাই হয়ে গেছে?
না!

কিন্তু যারা Canva থেকেও বাজে Design করতো তাদের Career এ Struggle বেড়ে গেছে।
Canva আসছে 10 বছর হয়ে গেছে, এখনো অনেক Photoshop, Illustrator এ Design শিখা Designer এটাকে অবজ্ঞা করে। Canva তে সহজে Design করা যায় বলে এটায় Design করলে তাদেরকে Designer হিসেবে গুনায় ধরে না।
এদিকে Canva Based Design এর কিন্তু আলাদা একটা Industry ই তৈরী হয়েছে। সেখানে Regular কাজ পাচ্ছে। সেটা অনেক Photoshop/Illustrator Designer রা Consider ই করতে চায় না।

🗨️ Photoshop, Illustrator, Dall-e, MidJourney এগুলো শুধুমাত্র Tool, Design পারলে, আপনি যেকোনো Tool Use করে সেটাকে ফুটিয়ে তুলতে পারেন।

🗨️ Ai Tool দিয়ে যদি তা আরো দ্রুত করা যায়, তাহলে কেনো সেটার ব্যাবহার শিখবেন না?
Ai Tool এর Limitation যেখানে আছে, সেখানে অবশ্যই মানুষের কাজ চলতে থাকবে। Ai এখনো পর্যন্ত দামী জিনিস, তাই সাধারন Client দের নাগালের বাইরে। কিন্তু যত তাড়াতাড়ি দাম কমছে, তাতে কয়েক বছরের মধ্যেই তা অনেকেই ব্যাবহার করা শুরু করবে।
দেখবেন,

🗨️ অনেকেই Canva নিয়ে হাসি ঠাট্টা করে
🗨️ ChatGPT এর Content Quality নিয়ে হাসে
🗨️ Ai দিয়ে করা কিছুকে পাত্তা দেয় না
এরাই Industry Shift হওয়ার সাথে সাথে নিজেদের Change করতে চায় না, Comfort Zone এ থাকতে চায়।
যখন কাজ কমে যাবে, তখন এরাই Victim Play করবে।
বলবে লোকজন 200$ এর কাজ 20$ করে, মার্কেট খেয়ে দিচ্ছে।

🗨️ অবশ্যই Market তারাই Dominate করবে। কারণ Client কমের মধ্যে চায়, Seller সেটা কমের মধ্যে করে দিতে পারছে Advance Tool Use করে।

আপনি কিছু Manually বানাতে 3 সপ্তাহ সময় নেন, 200$ Charge করে।
অন্য কেউ Ai Use করে 3 ঘন্টা সময় নেয়, 20$ Charge করে।
Client যদি তাতে Happy থাকে তাহলে আমাদের মতামত এখানে কোনো Matter ই করে না।
তাই Ai Tool এর জন্য Job অবশ্যই কমবে, তাদের কমবে যারা এখন Ai Tool Use করা শিখতে চাচ্ছে না।
যারা Ai Use করে Better Output বের করা শিখবে, তাদের Demand বাড়বে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Fiverr vs Upwork: Game Plan আলাদা

Fiverr এ টিকে থাকতে হলে Retention আর Patience হইলো Main Game। একবার Algorithm ধরলে সব Smooth, কিন্তু তার আগ পর্যন্ত Consistent Quality আর Repeat Buyer ধরে রাখা লাগে।
আর Upwork এ Result আনতে চাইলে শুরুতেই Time+Money Invest করে Profile আর Proposal Optimize করতে হয়। দুইটা Platform এর Game আলাদা, Strategy ও আলাদা। এই পোস্টে দুইটার Core Game Plan টা Explained করছি।

Read Post »

Productivity Tools

অনেকেই ভাবে শুধু Discipline থাকলেই Time Management করা যাবে।
আসলে একটা Proper System Setup না থাকলে সেটা বেশিদিন Continue করা হয় না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts