কোর্স দেখলেই কিনতে ইচ্ছা করে, ফ্রি কিছু পেলেই Download করে রেখে দেই।
🔘 পাইরেটেড কোর্স খুজি, পেলে সেভ করে রাখি।
🔘 500 টাকায় 11টা কোর্স! কিনে ফেলি
🔘 Paid কোর্সের টাকা নাই, আরেকজনের থেকে Password নেই!
🔘 কোন ইউজফুল ইনফরমেশন পেলে সেভ করে রাখি।
🔘 কোন ফাইল বা রিসোর্স পেলে Download করে রেখে দেই।
🔘 ফ্রি কোর্সগুলো সুন্দর করে ফোল্ডারে গুছিয়ে রাখি।
🔘 ইনফরমেটিভ ভিডিও গুলো Watch Later 🕐 করে রাখি।
🔘 নতুন নতুন Plan গুলো পরে করবো ভাবি।
🔘 একটা Skill Enough না, আরো অনেক কিছু শিখতে হবে!
🔘 প্রায় সব Channel এ Subscribe করে রাখি
ভাবছেন আপনার ব্যপারে কথা বলছি?
আপনি একা না!
এভাবে মনে হতে পারে আমি অনেক Grow করছি বা বাকিদের থেকে এগিয়ে যাচ্ছি। কিন্তু নিজেকে অনেক অনেক Option দিয়ে আরো Confused করে ফেলেছি।
🍥 কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না।
🍥 সবসময় মনে হচ্ছে এর থেকে ভালো কিছু করবো।
🍥 যেটায় বেশি টাকা পাবো, পরিশ্রম কম হবে।
🍥 খুঁজতে থাকি।
আশেপাশে এত এত অপশন দেখে আমরা এখন Confused,
এমন একটা সময়ে আছি এখন, যে হাজারটা Category থাকলে,
হাজারটা Category তেই মানুষজন ইনকাম করছে।
🖱️Screenshot Post দিচ্ছে।
কাজ গুলো আহামরি কঠিনও না, কাজগুলো এমন যে, আমিও চেষ্টা করলেই পারব।
✊ কিন্তু এখানে Fundamental যে ভুল করছি সেটা হলো আমি একা কিন্তু সব ক্যাটাগরির কাজ করতে পারবো না।
যারাই যেই ক্যাটাগরিতে Successful হয়েছে তারা সেই Category তেই Expert. তাদের নলেজ সেই Category Related ই।
কিন্তু আমি যদি Shiny Object Syndrome এ
🔘 বারবার নতুন নতুন জিনিস শিখতে থাকি
🔘 নতুন জিনিস Find করতে থাকি
🔘 আর কালেকশন করে রাখি
তাহলে কোন একটা Skill এ Focus করতে পারবো না।
🗄️📚Course আর Resource Collection করার এই Addiction কে OCD বলে (Obsessive-Compulsive Disorder)
যেটা আসলেই একটা মেন্টাল সমস্যা হয়ে যাবে একসময়।
🪨 তাই নিজেকে Restrict করতে হবে
🪨 যেকোন একটা Skill এ Focused হবেন।
🪨 সেটাতে Expert Level এ যাওয়ার পর অন্য কিছু শিখতে পারেন
কিন্তু একটা Skill এ Expert হওয়ার আগে যতই অন্য Skill শিখেন, দিনশেষে অনেকগুলো Skill এর Basic জানবেন কিন্তু Income করার মত কোন Skill Level আপনার থাকবে না।
এতে আপনি Frustration এ ভুগবেন।
⭐ তাই Rule of Thumb হলো:
1 টা skill এ Expert হবো,
সেটায় খুঁটি গাড়বো,
সেটার থেকে Income শুরু করবো।
তারপর নতুন কিছু শুরু করবো,
এর আগে সামনে যা যা আসবে Ignore করবো।