Fiverr Ads Strategies: 5X Return আনতে পারবেন😉

Nijhoom

Fiverr Ads (Promoted Gigs) আসলে অন্য সব PPC Ads এর মত না। এখানে শুধু Ads Setup করে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে শুধুশুধু Budget Burn হবে।


Fiverr Ads (Promoted Gigs) আসলে অন্য সব PPC Ads এর মত না। এখানে শুধু Ads Setup করে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে শুধুশুধু Budget Burn হবে।

‎Ad দেওয়ার আগে অনেক কিছু আছে যা Properly Ensure করতে পারলে Ads থেকে সব Juice বের করে নিয়ে আসতে পারবেন।

‎চলেন এই Pre-requisite গুলো নিয়ে Discuss করি:

↯ 𝗣𝗥𝗢𝗙𝗜𝗟𝗘 𝗢𝗣𝗧𝗜𝗠𝗜𝗭𝗔𝗧𝗜𝗢𝗡

Most Important হলো Profile Picture. Professional, Smiling, Clear ছবি থাকলে আগের থেকে Knock বেশি পাবেন Sure. এখন তো Freepik দিয়েও অনেক Realistic Professional Photo Generate করা যায়। পরিচিত কারো কাছে সাবস্ক্রিপশন নেওয়া থাকলে তার থেকে একটা বানিয়ে নেন।

‎↯ 𝗞𝗘𝗬𝗪𝗢𝗥𝗗 𝗥𝗘𝗦𝗘𝗔𝗥𝗖𝗛

আপনার Service Client রা যা যা লিখে Search দিতে পারে এগুলো List করবেন আর Profile এর Description, Gig Description এর মধ্যে দিবেন।

‎↯ 𝗔𝗕𝗢𝗨𝗧 / 𝗕𝗜𝗢 / 𝗜𝗡𝗧𝗥𝗢 𝗩𝗜𝗗𝗘𝗢

Profile Title এ আপনার Core Service গুলো রাখবেন, তারপর শেষে Expert লিখে দিবেন।
যেমন: Framer, Webflow, Figma, Wix Expert

Bio বা About Description এ কত বছরের Experience আছে, কি কি সার্ভিস দেন এগুলো Mention করবেন।

Intro Video তে একটা Professional Setup এ বসে নিজের Introduction দিবেন, কিছু Achievement Mention করবেন, কি কি কাজ করেন আর কিভাবে করেন সেই Process টা সংক্ষেপে বলবেন।
(ভাই এগুলো অনেক Important, Believe me!)

‎↯ 𝗚𝗜𝗚 𝗦𝗘𝗧𝗨𝗣

ধরেন একটা সুন্দর Ad দেখলেন, দেখার পর তাদের Website বা Facebook Page এ গিয়ে দেখলেন Product এর Details গুলো Clear না, Unprofessional, কোনো রকম Setup করে রেখে দিছে। সেই Page থেকে কি কিছু কিনবেন?

Same এখানেও, Fiverr Ads তো Click এনে দিয়ে পুরুত করে টাকা কেটে নিয়ে যাবে (Fiverr Be Like: বস! কাজ তো শেষ, আমার টাকাটা?😍), এরপর বাকি Convert করার কাজ কিন্তু আপনার Gig Setup আর আপনার Communication Skill দিয়ে করতে হবে।

Gig Title, Description আর Gig Video + Image Eye Catchy করে বানাবেন আর Properly Optimize করবেন।

‎↯ 𝗚𝗜𝗚 𝗣𝗥𝗜𝗖𝗜𝗡𝗚

Pricing অনেক বেশি Important, কখনো এমন হইছে যে ১০০-১৫০ টাকা দাম হওয়ায় এমন কিছু কিনে ফেলেছেন যেটা আসলে আপনার দরকার ছিল না? হ্যা, Client দের কাছেও যেনো সেটা এমন একটা Deal মনে হয়।
‎ ‎

এখন আসি,
☄️ Ad কিভাবে Set করলে Best Result আসে ▰▰▰▰▰▰▰

প্রথমত দেখে নিবেন আপনার যেই Gig এ Ad Run করতে চাচ্ছেন সেটায় Organic Impression ভালো নাকি।
কারণ সেটা যদি Seasonal Gig হয় তাহলে Ad দিয়ে ফেলে রেখে লাভ নাই, শুধু শুধু পরে Eligibility হারাবেন।

অনেকেই Experiment করার জন্য বিভিন্ন Gig খুলে রাখে (আমার মত 😶)।
তাই শুধু এমন Gig এ Ad চালাবেন যেটায় Order পড়লে আপনি Quality ঠিক রেখে Quick Delivery দিতে পারবেন।

‎↯ 𝗗𝗔𝗜𝗟𝗬 𝗕𝗨𝗗𝗚𝗘𝗧

Daily বাজেট দিবেন আপনি সপ্তাহে কয়টা Order Handle করতে পারবেন সেই অনুযায়ী। ধরে নিলাম আপনি সপ্তাহে 3 টা Project ভালো ভাবে শেষ করতে পারেন, তাহলে 3 টা Order আনতে আপনার Average এ 30-50 টা Click লাগবে। তাহলে প্রতিদিন আপনার 7 টা Click দরকার। প্রতিটা Click এ Avg যদি 2$ করেও কাটে (এটা আরো কম কাটে বাড়িয়ে ধরলাম) তাহলে 14$ বা 15$ Daily Budget Enough আপনার জন্য। এভাবে নিজের চাহিদা মতো হিসাব করে নিবেন।

‎↯ 𝗖𝗣𝗖 𝗕𝗜𝗗𝗗𝗜𝗡𝗚

এখন CPC এর ক্ষেত্রে আমি Recommend করি Fiverr এর Suggested CPC তেই Ads চালাতে, একটা Click এ সর্বোচ্চ $3 কাটবে। আমাদের 10-20 টা Click এ একটা Order অন্তত Convert করতে পারা উচিত (নাহলে Communication আর Profile Setup এ ঝামেলা আছে)।

তো ধরে নিলাম 20 টা Click এ আপনার থেকে Average এ 30-40$ কাটলো। যা সেই একটা Order দিয়েই উঠিয়ে নিতে পারবেন। (এখন আপনি যদি কম বাজেটের সার্ভিস দেন তাহলে Ads আপনার জন্য না, আমি Suggest করবো অন্তত 40-50$ Average Selling Price থাকলে Ads দিতে)।
যেমন: আমার Avg Selling Price $200+, তার মানে প্রতি ক্লিকে $3 করে নিলেও 20 ক্লিকে কাটবে 60$, সেটা দিয়ে 1টা Order আসলেই Fiverr এর 20% কমিশন বাদ দিয়ে আমার থাকবে {($200-20%)-60$)=$100}
‎‎
এই CPC কিন্তু কোন টাইপের Buyer আপনার Gig এর সাথে Interact করেছে, অন্য Seller রা কেমন Bid করতেছে, সেগুলোর ওপর Base করে কয়েকসপ্তাহের মধ্যে নিজে নিজেই Optimize হবে, তখন CPC খরচ আরো কমে আসবে।

‎‎↯ 𝗔𝗡𝗔𝗟𝗬𝗭𝗘

Ads চালানোর পর অন্তত 3 দিন বা 7 দিন পর পর Review করবেন, Click অনুযায়ী যদি তেমন Message না পান, তাহলে Gig Edit করে আরো Clear ভাবে Deliverables গুলো Mention করবেন।
কেনো অন্যদের চেয়ে আপনারটা ভালো সেটা প্রমাণ সহকারে বলবেন।
Service এর সাথে কিছু Extra জিনিস Include করে দিবেন।
যেমন: Free! 10 Canva Social Media Post Template Set

‎↯ 𝗚𝗥𝗢𝗪 𝗕𝗜𝗚

Fiverr এ বর্তমানে অনেক Big Fish দেরও Consistent Order Flow নাই।
এর কারণ হচ্ছে Top Rated, Pro, Studio Gig দিয়ে First কয়েক Page ভরা থাকে। তার চিপায় চাপায় থাকে এই Fiverr Ads এর Gig গুলো। সেখানে শুধু Organic ভাবে Keyword Optimization এর ওপর নির্ভর করে থাকলে Regular Order পাওয়া অনেক Tough. মাসে 1-2 টা Project এর জন্য তো আর Freelancing করেছেন না, তাই না?

তাই যদি আপনার Team থাকে বা নিজের Load নেওয়ার Capacity ভালো থাকে তাহলে আপনার Gig কে সেই চিপায় চাপায় Show করে নিয়মিত কিছু Order নিয়ে আসতে Fiverr Ads use করে Fiverrকেই Hire করেন।😎

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »

Upgrade Your Skills

“৩ মাসে কিছু শিখবো, আর সেটা দিয়েই ৩০ বছর Income হবে”এই Mentality নিয়ে ফ্রিল্যান্সিং এ কেউ কখনও Sustain করতে পারবে না।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts