Study বা Job এর পাশাপাশি ফ্রীলান্সিং

Nijhoom

অবশ্যই করা যাবে, ফ্রিল্যান্সিং মানেই হলো আপনার অবসর সময়ে Skill দিয়ে কিছু Freelance Project করে Extra ইনকাম করা।

study-job-and-freelancing

অবশ্যই করা যাবে, ফ্রিল্যান্সিং মানেই হলো আপনার অবসর সময়ে Skill দিয়ে কিছু Freelance Project করে Extra ইনকাম করা।

তাই Freelancing শুরু করতে হলে আপনার গতানুগতিক Career Line ছেড়ে এখানে আসা যাবে না।

🔘 হতে পারে আপনি লেখাপড়া করেছেন
🔘 বা Family business এ সময় দিচ্ছেন
🔘 বা নিজে কোনো ব্যবসা শুরু করেছেন
🔘 বা Job করছেন
🔘 বা বিদেশে যাওয়ার Preparation নিচ্ছেন

এগুলোর কোনটাই ছেড়ে আসতে হবে না, কারণ Freelancing, Side Hustle হিসেবে করতে হবে।
এই Field টায় Income পর্যন্ত অনেকেই যেতে পারে না। আর যারা income শুরু করতে পারে, তাদের মধ্যে অনেকেই stable income generate করতে হিমশিম খায়।

তাই প্রথম 6 মাস বা 1 বছর আপনি Freelancing টা Explore করে দেখতে পারেন, তারপর Local Job Market এর Salary এর সাথে নিজের Average Monthly Income টা Compare করে দেখবেন।
প্রায় 80-90 ভাগ নতুন Freelancer ই Local Basic Salary থেকে কম Income করে, তাই এই বিষয়টা গুরুত্বপূর্ন।

আবার Income শুরু করা যতোটা না সহজ, তারচেয়ে অনেক কঠিন Income বাড়ানো। কারণ Income বাড়বে আপনার Expertise, English Communication আর Management ক্ষমতা বাড়ার ওপর।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Centralized Note

আমাদের সবারই Data Hoarding এর অভ্যাস আছে। মানে কোনো কিছু Useful মনে হলে সেটা Save করে রাখি বা পরে লাগতে পারে বলে Bookmark করে রাখি।

Read Post »

Focus On One Thing

আমরা যেই Client দের জন্য কাজ করি, দেখবেন অনেকেই Internet এর Basic জিনিস গুলোই জানেনা।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts